আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জনতা ব্যাংকের ৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি

জনতা ব্যাংকের ৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৬:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


dudokকাগজ অনলাইন প্রতিবেদক: জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে জামানত গ্রহণ না করে সাড়ে ৮০০ কোটি টাকা ঋণ প্রদান করার অভিযোগ উঠেছে।

ভূয়া জামানতের বিপরীতে মেসার্স এম এইচ গোল্ডেন জুট মিলসসহ ৮টি প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা হয়েছে এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. শামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন রকম যাচাই-বাছাই ছাড়া অসৎ উদ্দেশ্যে নাম সর্বস্ব ৮টি প্রতিষ্ঠানকে জনতা ব্যাংক, কর্পোরেট শাখা থেকে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ৮৫৭ কোটি ৪৩ লাখ টাকা ঋণ হিসেবে বিতরণ করেন।