আজকের দিন তারিখ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি লেনোভো স্মার্টফোন বাজারজাত করছে স্মার্ট টেকনোলোজিস

লেনোভো স্মার্টফোন বাজারজাত করছে স্মার্ট টেকনোলোজিস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


lenovoঅনলাইন ডেস্ক: লেনোভোর একমাত্র পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলোজিস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো স্মার্টফোন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লেনোভোর পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন এন্ড সেলস অপারেশনস এর প্রধান রোহিত খাট্টার ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা স্মার্ট টেকনোলজিসকে লেনোভো স্মার্টফোনের একমাত্র পরিবেশক হিসেবে ঘোষণা দেন। অনুষ্ঠানে লেনোভোর চারটি নতুন মডেলের স্মার্টফোন অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ইখতিয়ার আহমেদ।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,‘স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সবসময়ই বিশ্বের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ব্রান্ডগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। লেনোভোর মত একটি বিশ্বখ্যাত ব্রান্ড বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

টেলিকম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইখতিয়ার আহমেদ বলেন,‘দেশব্যাপী ২১ জন আঞ্চলিক পরিবেশক এবং ১০টি সার্ভিস সেন্টার এর মাধ্যমে প্রাথমিকভাবে লেনোভো মোবাইল এর সেবা পাবেন ব্যাবহারকারীরা।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকারী রোহিত খাট্টার বলেন, ‘লেনোভো সবসময়ই গুনগত মানে বিশ্বাসী। গুনগত মান নিশ্চিত করে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি তুলে দিতে সবসময়ই বদ্ধপরিকর লেনোভো। বাংলাদেশের বাজারে আমরা যে পণ্যগুলো উন্মুক্ত করছি সেগুলোই তার প্রমাণ।’

লেনোভো এ ৬০১, লেনোভো ভাইপ পি১ এম, লেনোভো এ ১০০০ এবং লেনোভো ২০১০ এই চারটি মডেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সংবাদ সম্মেলনে। ৬ হাজার ৯৯ টাকা থেকে শুরু করে ১৩ হাজার ৪৯৯ টাকার মধ্যে ফোনগুলো পাওয়া যাবে।

উল্লেখ্য, লেনোভো ফোন বাংলাদেশের মোবাইল বাজারে সহজলভ্য হলেও এতদিন পর্যন্ত লেনোভোর কোন অনুমোদিত বিক্রয় কেন্দ্র বা সার্ভিস সেন্টার ছিলো না।