আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড লিবিয়ায় আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপ করতে দেব না

লিবিয়ায় আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপ করতে দেব না


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


fayezঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ তার দেশে আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশটিতে যখন আইএসবিরোধী জোরদার লড়াই চলছে তখন তিনি এ কথা বললেন।

ফায়েজ সারাজ বলেন, ‘এটা ঠিক যে, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের আন্তর্জাতিক সহযোগিতা দরকার এবং আমরা কিছু কিছু সহায়তা নিয়েছি। কিন্তু তাই বলে দেশে আন্তর্জাতিক কোনো বাহিনীর হস্তক্ষেপ করতে দেব না।’ তিনি আরো বলেন, ‘লিবিয়ার মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতি হিতে বিপরীত হবে।’

ফায়েজ সারাজ আরো বলেন, ‘সন্ত্রাসীদের অবস্থান ও তৎপরতা জানার জন্য স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা তথ্য জানা দরকার। কিন্তু বোমা হামলার দরকার নেই।’

তিনি জানান, সিরতে শহরে অাইএসের বিরুদ্ধে সামগ্রিক বিজয় এখন নাগালের মধ্যে। দায়েশের বিরুদ্ধে এ লড়াই লিবিয়াকে ঐক্যবদ্ধ করবে বলেও ফাইয়াজ সারাজ আশা করেন।