নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যায় থানায় মামলা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল দানিয়েল গমেজ (৬০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার দুপুরে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের মেয়ে স্বপ্না গোমেজ রোববার রাতে এ মামলা দায়ের করেন। তিনি জানান,এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করেছে।
প্রসঙ্গত, রোববার নিহত সুনীল বনপাড়ার মৃত যোসেফ গমেজের ছেলে। হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক টুইটবার্তায় এ তথ্য জানায়।