ইউপি চেয়ারম্যান পদে পাস করার পরদিনই মৃত্যু!
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. নাসির তালুকদার নির্বাচনে পাস করার পরদিনই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
গত শনিবার নির্বাচনে পাসের খবর পেয়ে রোববার সারা দিন তিনি নেতাকর্মীদের সঙ্গে সময় কাটান।
জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ১১টায় নিজ বাড়িতে বড় ভাই কামাল তালুকদারের সঙ্গে কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হন।
পরে শরীয়তপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান। রাত ১টায় শরীয়তপুর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৪ জুলাই ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তিনি ৭৮০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এটা ছিল নারায়নপুর ইউনিয়নে কোনো প্রার্থীর এ যাবতকালের সর্বোচ্চ ব্যবধানে বিজয়।
আজ সোমবার বাদ জোহর নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়। মরহুমের বড় ভাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন তালুকদার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।