আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজশাহীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজশাহীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rajshah - Copyরাজশাহী: রাজশাহীতে গৃহবধূ রেফাতুন খাতুন হত্যার দায়ে স্বামী ইব্রাহীম হোসেন মোহনকে (২৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০৬ জুন) দুপুর সোয়া ৩টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (০১) বিচারক মনসুর আলম এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইব্রাহীমের মা জিন্নাতুন নেসা ও বোন সুমি খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রাজশাহীর কয়েরদ্বারা বিলপাড়া এলাকার ইব্রাহীমের সঙ্গে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রেফাতুন খাতুনের বিয়ে হয় ২০১২ সালের জুলাইয়ে।

বিয়ের এক বছর না যেতেই ইব্রাহীম ও তার পরিবার যৌতুকের দাবিতে রেফাতুনের ওপর নির্যাতন শুরু করেন। এর সূত্র ধরে ২০১৩ সালের ২৩ জুলাই বিকেলে একই দাবিতে তারা গৃহবধূর রেফাতুনের ওপর শারীরিক নির্যাতন চালালে একপর্যায়ে তার মৃত্যু হয়।

ঘটনার পর ইব্রাহীম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে নিহত গৃহবধূর ভাই শাহীন আলম এ ঘটনায় ইব্রাহীমসহ ওই তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ইব্রাহীম, তার মা ও বোনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালতে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে ইব্রাহীমের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় সোমবার দুপুরে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আতিকুজ্জামন নাসিম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন।