আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে দুদকে তলব

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে দুদকে তলব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৬:৩২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


3কাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ এসএম মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠান দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। নোটিসে তাকে আগামী ১২ জুন তারিখে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ এবং সচিব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক-১ হলেন এসএম মনিরুজ্জামান। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আসে। গত ৩১ মে আসা এই অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই গতকাল রোববার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। বিষয়টি অনুসন্ধানের স্বার্থে আজ তাকে তলব করে চিঠি দিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। চিঠিতে আগামী ১২ জুন সকাল ১০টায় বক্তব্য প্রদানের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক ও রুপালি ব্যাংক লিমিটেডের পরামর্শক মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আসা কমিশনের বিনিময়ে ভুয়া ঋণ অনুমোদন ও বিতরণে সহায়তা করা এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।