আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দশ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ৫৯২ বাংলাদেশি নিহত

দশ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ৫৯২ বাংলাদেশি নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৯:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


16কাগজ অনলাইন প্রতিবেদক: ২০০৬ সালে থেকে ২০১৫ সাল পর্যন্ত দশ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে ৫৯২ বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, ‘ভারতীয় সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে যাবতীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে।’

ইতোমধ্যে বিএসএফ প্রাণঘাতি মারণাস্ত্র ব্যবহারের পরিবর্তে নন-লেথাল উইপন (অস্ত্র) ব্যবহার করছে। চলতি বছরের ২৯ মে পর্যন্ত সীমান্তে বিএসএফের হাতে ৮ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনা কমছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘২০০৬ সালে যেখানে সীমান্তে ১০৬ বাংলাদেশি নিহত হয়েছিল, ২০১৫ সালে সেখানে তা নেমে ৪৫ জনে দাঁড়িয়েছে।’

সোমবার (৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে প্রতিটি ডিজি লেভেলের কনফারেন্সে আলোচনা হয়ে থাকে।’