আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১০
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বিশমাইল এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের উপর উঠে যায়। এতে গাড়ির ১০ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ বিষয়ে এখনও অবগত নয় বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।