ঢামেক হাসপাতালে হত্যা মামলার আসামি গ্রেফতার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাবুল শেখ (৪৮) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলার চিতলমারী থানা পুলিশ।
সোমবার (০৬ জুন) রাত ৯টার দিকে ঢামেক হাসপতালের নতুন ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগেরহাট চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুর ইসলাম জানান, বাবুল শেখ চিতলমারী থানায় একটি হত্যা মামলার দুই নাম্বার আসামি। মামলাটি করা হয় ২০১৬ সালের ২ এপ্রিল।
স্থানীয় আবুল কাশেম মাখন নামে এক ব্যক্তিকে শ্বাসরোধের পর গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে, তার নামে এমন একটি মামলা রয়েছে।
আসামি বাবুল শেখ ঢামেকের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ক্লিনার হিসেবে কর্মরত। তার বাবা মৃত আব্দুল হামিদ বাগেরহাট জেলার চিতলমারী থানার তিনগরী গ্রামের বাসিন্দা ছিলেন।
গ্রেফতারকৃত বাবুল শেখ বর্তমানে শাহবাগ থানায় রয়েছেন বলে জানান থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক।