মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
এম ওয়াই আলাউদ্দিন, সৌদিআরব থেকে: মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে মসজিদে নববীতে এশা ও তারাবিহ আদায়ের পর সঙ্গীদের নিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী। কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী রওজা শরীফে দু’রাকাত নামাজ আদায় করেন।
পরে তিনি মোনাজাতে অংশ নেন।
এর আগে, সোমবার বেলা ১১টার পর জেদ্দা থেকে বিশেষ প্লেনে করে প্রধানমন্ত্রী মদিনা যান। সেখানে মসজিদে নববীতে যোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।