আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পাঠানটুলিতে বন্দুক-কার্তুজসহ গ্রেফতার ২

পাঠানটুলিতে বন্দুক-কার্তুজসহ গ্রেফতার ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Arrestচট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো.হায়দারুল আমীন মঞ্জু(৩৪) ও বাবুল পাল(৩১)। সোমবার দিনগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঞ্জু মিরসরাই, সীতাকুণ্ড ও ঢাকার বংশাল থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।