তেল চুরির টাকা নিয়ে বিরোধে বাঘারপাড়ায় জোড়া খুন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
যশোর: গাঁজা সেবনে বাঁধা ও তেল চুরির টাকা নিয়ে বিরোধের জের ধরে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার আবদুল বারী ফিলিং স্টেশনে জোড়া খুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে আটক করার পর ওই প্রতিষ্ঠানের নজেলম্যান সিরাজুল ইসলাম পুলিশকে এ তথ্য জানান।
যশোরের সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, আটক সিরাজুল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, চাড়াভিটা এলাকার ইকবাল, নাসির ও নয়ন প্রতিনিয়ত আবদুল বারী ফিলিং স্টেশনে এসে আড্ডা দিয়ে এবং গাঁজা সেবন করে আসছেন। ব্যাপারটি নিয়ে ফিলিং স্টেশনের মালিক ম্যানেজার ওবায়দুলের ওপর চাপ সৃষ্টি করলে তিনি ইকবাল, নাসির ও নয়নকে আড্ডা দিতে এবং গাঁজা সেবন করতে বাধা দেন। এতে ম্যানেজার ওবায়দুলের ওপর ক্ষিপ্ত হন তারা।
সিরাজুল আরো জানিয়েছেন, তিনি ও ম্যানেজার ওবায়দুল মিলে তেল চুরি করতেন। তবে চুরির টাকার শতকরা ৮০ টাকা নিতেন ওবায়দুল আর শতকরা ২০ টাকা নিতেন সিরাজুল। তেল চুরির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ দুই বিরোধকে কাজে লাগিয়ে রোববার (৫ জুন) রাত ১টার পর সিরাজুল, ইকবাল, নাসির ও নয়ন মিলে ওবায়দুলকে হত্যা করেন। কিন্তু এসময় ওবায়দুলের পাশে থাকা লিজন আহম্মেদ অপু জেগে যাওয়ায় তাকেও হত্যা করা হয়।