আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হুমায়ূনের দখিন হাওয়ায় মম

হুমায়ূনের দখিন হাওয়ায় মম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


dhokhinকাগজ অনলাইন বিনোদন: হুমায়ূন আহমেদের গল্পের নায়িকা হয়েছিলেন জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসের সেই জরীর চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন তিনি। বইয়ের পাতা থেকে জরী হাজির হয়েছিলো রূপালি পর্দায়। জরীর স্রষ্টা নেই। মম নতুন কাজে হাজির হয়েছেন সেই লেখকের বাড়িতে, ‘দখিন হাওয়া’য়। তার অনুভূতি একটু অন্যরকমই।

‘আমার এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কথায় প্রকাশ করতে পারবো না। কারন আমি শুটিং করছি হুমায়ুন আহমেদ স্যারের নিজ বাসায়, যেখানে তিনি থাকতেন, যেখানে এখনো আছে তার সবকিছু। অনুভূতিটা কেবল অনুভব করতে পারছি। ভালোলাগা আর খারাপ লাগার এক মধ্যবর্তী অবস্থান হতে পারে বা হতে পারে অন্যকিছু বা এক ধরনের শূন্যতা’- এই হলো মমর অনুভূতি। শুটিংয়ের আগে ফেসবুকে এসব কথা লিখেছেন এই লাক্স তারকা।

এবার ঈদে নাটক তৈরি করছেন মেহের আফরোজ শাওন। যথারীতি তিনি বেছে নিয়েছেন স্বামী প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প।

মঙ্গলবার (৭ জুন) ‘এসো’ নামের নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ধানমন্ডিতে লেখকের বাড়ি দখিন হাওয়ায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে মমকে।