এসএসসিতে ঢাকা বোর্ডের স্থগিত থাকা ফলে ৬ শিক্ষার্থী উত্তীর্ণ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ১১ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত ফলাফলের অনুলিপিতে জানানো হয়, এদের মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে।
এর আগে গত ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।