আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অরিজিতের পক্ষ নিলেন মিকা সিং

অরিজিতের পক্ষ নিলেন মিকা সিং


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


FotorCreatedকাগজ অনলাইন ডেস্ক: সালমান খান এবং অরিজিৎ সিং প্রসঙ্গে এখনও কোন ফলাফল পাওয়া যায় নি সালমানের পক্ষ থেকে। তাদের সমস্যা মিটেছে, এমন কোনও খবর আপাতত নেই। বরং দূরত্ব আরও বাড়তে শুরু করেছে বলে শোনা যাচ্ছে। অরিজিতের ঔদ্ধত্যের কারণে কোনও অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন সালমান, এমনটা নাকি সালমান তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

ওদিকে অরিজিৎ যে তার কাছে বারবার ক্ষমা চেয়েছেন, তা-ও প্রকাশ্যে চলে এসেছে। দীর্ঘদিন ধরেই যে অরিজিৎ ক্ষমা চেয়ে আসছেন, তা ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করায় বলিউডে কারও অজানা নয় সালমান-অরিজিতের কাহিনী। তা সত্ত্বেও কেন সালমান এখনও সমস্যাটি মিটাতে এগিয়ে আসছেন না, সে প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। গুঞ্জন হল, অনেকেই মনে করছেন যে, এবার সালমানের উচিত অরিজিৎকে ক্ষমা করে দেওয়া। যেমন বলছেন গায়ক মিকা সিং।

মিকা বলেছেন, সালমান-অরিজিৎ দ্বন্দ্বে তিনি মধ্যস্থতা করতে চান। মিকার বক্তব্য, ‘আমি অরিজিতের সঙ্গে কথা বলব। আমি মনে করি বয়সের দিক থেকে অরিজিৎ এখনও পরিনত নয়। এবং একেবারেই না-বুঝে একটা ভুল করে ফেলেছে। এটা কিন্তু অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোয় হয়। আমরা অনেক কিছু বলে ফেলি, করেও ফেলি। পরে ভুল বুঝতে পারি।’

প্রয়োজনে সালমানের সঙ্গেও কথা বলবেন বলে জানালেন মিকা। তিনি আরও বলেন, ‘আমার কাছে এটা একটা ছোট্ট ঘটনা। অরজিতের উচিত এই মুহূর্তে কাজে মন দেওয়া। অসামান্য প্রতিভা রয়েছে তার।’