আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা

পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Pakকাগজ অনলাইন প্রতিবেদক: যুদ্ধাপরাধীদের বিচারসহ বাংলাদেশের নানা ব্যাপার পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার ( ৮ জুন) পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা চালায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ বেশ কয়েকটি সংগঠন।

বুধবার বেলা পৌনে এগারোটার দিকে ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গুলশান কূটনৈতিক জোনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও গুলশান-২ নম্বরে তাদের আটকে দেয় পুলিশ।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্তি উপ কমিশনার (এডিসি) আহাদুল ইসলাম জানান, কূটনৈতিক এলাকার নিরাপত্তা রক্ষায় ঘেরাওকারীদের গুলশান-২ নং এ আটকে দেয়া হয়। এ সময় তারা সেখানে ১৫-২০ মিনিট অবস্থান করেন।