আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সেন্সরে সাইমন-অহনার ‘চোখের দেখা’

সেন্সরে সাইমন-অহনার ‘চোখের দেখা’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৮:২২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


saymonকাগজ অনলাইন ডেস্ক: পিএ কাজল পরিচালিত সাইমন–অহনা জুটির প্রথম ছবি ‘চোখের দেখা’ চলচ্চিত্রটি গত মঙ্গলবার দুপুরে সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছে। আর এমন তথ্যই জানিয়েছেন ছবির নায়ক সাইমন।

এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সেন্সর ছাড় পেয়ে যাবে চলচ্চিত্রটি। মুক্তির বিষয়ে যতদূর জানি দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।’

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পিএ কাজল। ছবিটিতে সাইমনকে দেখা খেলা পাগল এক ছেলের চরিত্রে। যে কিনা গ্রামের সুন্দরী কন্যা অহনার প্রেমে পড়ে। তাদের প্রেমের গল্প নিয়েই পিএ কাজলের ‘চোখের দেখা’। এই চলচ্চিত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।

এরই মধ্যে পিএ কাজলের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-অহনা। ছবির নাম ‘মন যারে চায়’।