আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লীড বানরের কারণে অন্ধকারে কেনিয়া!

বানরের কারণে অন্ধকারে কেনিয়া!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৯:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব লীড


kenyaকাগজ অনলাইন ডেস্ক: বাঁদর বানরের কারণে তিন ঘণ্টা অন্ধাকরে ছিল কেনিয়া। দুষ্টু বানর একটি বিদ্যুৎকেন্দ্রের ছাদে উঠে ট্রান্সফর্মারের মধ্যে পড়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কেনিয়ার বিদ্যুৎ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মঙ্গলবার গিটারু বিদ্যুৎকেন্দ্রের ছাদে একটি বানর দেখা যায়। হঠাৎ সেটি একটি ট্রান্সফর্মারের মধ্যে পড়ে গিয়ে সেখানে আটকে যায়।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্রান্সফর্মারের মধ্যে আটকা পড়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে। এতে প্রায় ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যায়।

এর প্রভাব পড়ে পুরো বিদ্যুৎকেন্দ্রে। যে কারণে চরম লোডশেডিং দেখা যায়। এতে করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। অবস্থা ঠিক হতে প্রায় ৩ ঘণ্টা লেগে যায়।

কেনিয়ার সরকারি বিদ্যুৎ কোম্পানি কেনজেন জানিয়েছে, বানরটি বেঁচে আছে। এটিকে বন্যপশু সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেনজেন আরো জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে বন্যপশুদের উৎপাত রুখতে বিদ্যুৎহীন তার দিয়ে বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাখা হয়েছে। তারপরও এ দুর্ঘটনা ঘটে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।