Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
শান্তিরক্ষা মিশনে চার বাহিনীর ৭১২৯ সদস্য কর্মরত: আইনমন্ত্রী - Diner Sheshey শান্তিরক্ষা মিশনে চার বাহিনীর ৭১২৯ সদস্য কর্মরত: আইনমন্ত্রী - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শান্তিরক্ষা মিশনে চার বাহিনীর ৭১২৯ সদস্য কর্মরত: আইনমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে চার বাহিনীর ৭১২৯ সদস্য কর্মরত: আইনমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Anisul-কাগজ অনলাইন প্রতিবেদক: জতিসংঘ শান্তিরক্ষা মিশনে চার বাহিনীর ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন বলে সংসদে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৯ জুন) সংসদে দশম জাতীয় সংসদের একদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এতথ্য জানান।

মন্ত্রী জানান, মার্চ ২০১৬ পর্যন্ত জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী মিলিয়ে মোট ৭১২৯ সদস্য কর্মরত রয়েছেন। তার মধ্যে সেনাবাহিনী থেকে ৪৯২৬ জন, নৌবাহিনী থেকে ৫২৪ জন, বিমান বাহিনী থেকে ৬৩৯ জন এবং পুলিশ বাহিনী থেকে ১০৪০ জন সদস্য কর্মরত রয়েছেন। মিশন ভিত্তিক বর্তমানে নিয়োগপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।

মন্ত্রী আরো জানান, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নির্বাচনী এলাকাভিত্তিক কতজন কর্মরত রয়েছেন তার পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। ফলে উক্ত পরিসংখ্যান আপনাকে জানানো সম্ভব হচ্ছে না।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130