আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় তালায় বন্ধুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

তালায় বন্ধুকযুদ্ধে সন্ত্রাসী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


satkhiraতালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় সন্ত্রাসী মোজাফ্ফার সানা (৩২) নামে এক সন্ত্রাসী (পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) দিনগত রাত তিনটার দিকে উপজেলার জালালপুর-জেঠুয়া সড়কের চারাবটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

মোজাফ্ফার সানা উপজেলার দোহার গ্রামের গফ্ফার সানার ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি মোটর সাইকেল ও বিস্ফোড়িত বোমার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, জালালপুর-জেঠুয়া সড়কের উপর রাতে পুলিশের চেকপোষ্ট চলছিল। এ সড়ক দিয়ে রাত আড়াইটার দিকে একটি মোটর সাইকেল যাচ্ছিলো।

এ সময় পুলিশ তাদের মোটর সাইকেল থামাতে বললে তারা পুলিশের উপর বোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে মোজাফ্ফারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোজাফ্ফারের বিরুদ্ধে তালা ও পার্শ্ববর্তী থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি।