আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাভারে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

সাভারে বাস চাপায় কলেজ ছাত্র নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Acident - Copyসাভার: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় পিযুষ (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ র্দুঘটনা ঘটে।

পিযুষ সাভার ইমান্দিপুরের গোবিন্দ ঘোষের ছেলে এবং সাভার পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জান‍া যায়, রাতে পিযুষ সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।