পাকিস্তানি ফ্যাশন এখন ব্রিটেনেও জনপ্রিয় হচ্ছে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: ফ্যাশন
পাকিস্তান ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ব্রিটেনে উড়ে এসেছেন বেশ কিছু পাকিস্তানি পোশাক ডিজাইনার। ঈদকে সামনে রেখে লন্ডন ও ম্যানচেস্টারে নিজেদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করার সুযোগ পাবেন তারা।
পাকিস্তানি ফ্যাশন ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে যুক্তরাজ্যে এবং ক্রমাগতই এটি বাড়ছে। এ বছরের পাকিস্তানি ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ইতোমধ্যেই কয়েকটি ক্যাটওয়াক শো হয়ে গেছে।
পাকিস্তানের সামনের সারির ডিজাইনারদের ছাড়াও ফ্যাশন সপ্তাহ উঠতি ডিজাইনারদের জন্যেও একটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।
আগা নূর তাদেরই একজন, যিনি মাত্র চার বছর আগে তার ক্যারিয়ার শুরু করেছেন ১৯ বছর বয়সে।
আবার জনপ্রিয় পোশাক লন-এর জন্য বিখ্যাত গুল আহমেদও রয়েছেন এখানে। তিনি বলেছেন পাকিস্তানি পোশাক গত পাঁচ বছরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে এবং যুক্তরাজ্যে রপ্তানিও বেড়েছে অনেক। সামনের দিনগুলোতে এটি আরও বাড়বে বলেই বিশ্বাস তাদের।