আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে বিসিএস প্রতিনিধিদের সাক্ষাত

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে বিসিএস প্রতিনিধিদের সাক্ষাত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


bcs-sm20অনলাইন ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) একটি প্রতিনিধি দল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী বেগম তারানা হালিমের সাথে তার দফতরে সাক্ষাত করেছেন।

বিসিএস’র সভাপতি আলী আশফাকের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি ইউসুফ আলী শামীম এবং মহাসচিব ইঞ্জি. সুব্রত সরকার।

আলী আশফাক বিসিএস এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)এর ২৫তম আসর বাংলাদেশে আয়োজনের জন্য গৃহীত পরিকল্পনার কথা জানান।

এসময় বায়োমেট্রিকস পদ্ধতিতে মোবাইল ফোন রি-রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় বিসিএস’র পক্ষ থেকে তারানা হালিমকে অভিনন্দন জানান তিনি।
এছাড়া বর্তমান সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাথে বিসিএস নিবিড়ভাবে কাজ করবে বলে আগ্রহ প্রকাশ করেন।
বিসিএস’র গৃহীত কর্মসূচিগুলো মনযোগ দিয়ে শুনে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী।