আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মালয়েশিয়ায় বাংলাদেশির ৩০ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ায় বাংলাদেশির ৩০ বছরের কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


10অনলাইন ডেস্ক: মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় নুরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির হাই কোর্ট এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে মানবপাচারের তিনটি অভিযোগ আনা হয়েছে।

মোহাম্মদ নুরবাসায়া, দিলওয়ার এবং জয় নামে তিন বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন নুরুল ইসলাম।

বৃহস্পতিবার দোভাষীর মাধ্যমে আদালতে তিনি অভিযোগ স্বীকার করেছেন।

দেশটির মানবপাচার বিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের জেল ও অর্থদণ্ড। বিচারবিভাগীয় কমিশনার আবু বকর কাতার প্রতিটি অভিযোগের জন্য নুরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড দেন। এর আগে নুরুল ইসলাম আদালতকে বলেন, ”আমাকে অন্য এজেন্টরা এ কাজে বাধ্য করেছে।

এজন্য আমাকে এক হাজার ৮০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হতো। তাদের নির্দেশ না মানলে আমাকে প্রহার করা হতো।” বাংলাদেশে স্ত্রী, তিন সন্তান ও ৭৫ বছর বয়সী বাবা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ”আমাকে কারাদণ্ড দেওয়া হলে তাদের দেখভাল কে করবে?”