আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মরিশাসে জুয়ার আসরে সব হারিয়ে নিঃস্ব বাংলাদেশিরা

মরিশাসে জুয়ার আসরে সব হারিয়ে নিঃস্ব বাংলাদেশিরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১২:০২ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


2015অনলাইন ডেস্ক: কথায় আছে ‘লোভে পাপ পাপে মৃত্যু…’। বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো সহায়-সম্পত্তি, বিটেবাড়ি বিক্রি করে মাতৃভূমি তথা মা-বাবা পরিবার পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমায় আর্থিক সচ্ছলতা ও একটু সুখের আশায়।

আর বিদেশে এসেই খুব দ্রুত অর্থ উপর্জনের জন্য প্রবেশ করে অন্ধকার দুনিয়ায়। পরিবার পরিজনের কথা না ভেবে উপার্জিত কষ্টের অর্থ বিলিয়ে দেয় জুয়ার আসরে, ফিরে নিঃস্ব হয়ে। অন্যদিকে প্রিয় সন্তানকে নিয়ে দেশে থাকা মা-বাবার স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়।

মরিশাসে কেসিনো বা জুয়া খেলার প্রতিষ্ঠানগুলো রমরমা ব্যবসা করে ওইসব যুবকদের কাছ থেকে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বাংলাদেশি যুবকরা সারা মাসের কষ্টের উপার্জিত অর্থ বিলিয়ে দেয় জুয়ার ঘরে। পুরো মাসের বেতন হারিয়েও তারা ক্ষ্যন্ত হয় না, নিজের এটিএম কার্ড এমনকি পাসপোর্ট অন্যের কাছে জমা দিয়ে অতিরিক্ত সুদে টাকা ধার নিয়েও জুয়া খেলতে দেখা যায় অনেক বাংলাদেশিকে।

অবশেষে সবকিছু হারিয়ে তাদের মাথায় লাখ লাখ টাকা ঋণের বোঝা। বছরের পর বছর কাজ করেও সেই ঋণ শোধ করা সম্ভব হয় না। ফলে বাবা-মায়ের আয়ের উৎস একমাত্র সন্তান দেশেও টাকা পাঠানো বন্ধ করে দেয়। তখন দুঃখ আর কষ্টকে সঙ্গী করে নীরবে চোখের জল ফেলানো ছাড়া আর কিছুই করার থাকে না পরিবারের মানুষগুলোর। কেউ আবার বাবা-মায়ের কাছে মিথ্যা বলে বাড়ি থেকে জায়গা-জমি বিক্রি করে টাকা এনেও সেই সুদের টাকা পরিশোধের চেষ্টা করেন। কিন্তু তাতেও উচ্চমূল্যের সেই সুদ পরিশোধ করা সম্ভব হয় না।

এদিকে কোম্পানির কাজে প্রতি অমনোযোগী হওয়া, ঠিকমত না ঘুমানো, চিন্তায় মনোবল দুর্বল হয়ে যাওয়া এবং বারবার অসুস্থতার কারণে কাজের অনুপযোগী হয়ে পড়েন অনেকেই। কোম্পানিও কন্ট্রাক শেষে তাদের সঙ্গে রি-কন্ট্রাক করাতে আগ্রহী হয় না। তাই কন্ট্রাক শেষে বাধ্য হয়েই তাদের দেশে ফিরে যেতে হয়। ফলে তাদের জীবনে নেমে আসে এক ভয়াবহ পরিনতি।

কেসিনোর নেশায় পড়ে আজ নিঃস্ব, নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক বাংলাদেশি জানালেন তার দুঃখের কাহিনী।

তিনি জানান, প্রায় চার বছর ধরে তিনি মরিশাসে রয়েছেন। প্রথমে কেসিনো বা জুয়া কি তিনি জানতেন না। আগ্রহ থেকে তার এক বন্ধুর সাথে তিনি প্রথম কেসিনো খেলা দেখতে যান। তারপর থেকেই শুরু হয় তার অন্ধকার জগৎ।

প্রথমে নিজের টাকায় খেলা শুরু, তারপর ধার করে। কিন্তু পরবর্তীতে ধার না পেয়ে সুদে টাকা নেন জুয়া খেলার জন্য। তাতেও হয়নি, অবশেষে এটিএম কার্ড ও পাসপোর্ট জমা দিয়েও টাকা নেন তিনি। আজ তিনি কয়েক লাখ টাকা দেনা। মা-বাবাকে ম্যানেজ করে বাড়ির জায়গা বিক্রি করে কয়েক ধাপে টাকা এনেও সব ঋণ পরিশোধ হয়নি।

তিনি বলেন, ‘কিছুদিন পর আমার কন্ট্রাকও শেষ হয়ে যাচ্ছে। অথচ দেশে যাওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই।’

কন্ট্রাক্ট শেষে কোম্পানি রি-কন্ট্রাক করাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। তারা আমাকে বেশ কয়েকবার সতর্কও করেছে। কিন্তু তাতে কান দেইনি। জুয়া খেলা চালিয়ে গেছি। কিন্তু আজ আমার আর কিছুই নেই। আমি নিঃস্ব।’

সবশেষে এ কথাই যেন সত্যি হয়ে ফিরে আসে- অর্থ অনঅর্থের মূল।