চিকিৎসা শেষে দেশে ফিরলেন স্পিকার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার (০২ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) ডা. তানের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
এর আগে শনিবার (২৮ মে) উচ্চ রক্তচাপজনিত জটিলতা নিয়ে স্পিকার প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখান থেকে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে (০২ জুন) উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্পিকারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে এক সপ্তাহ বেড রেস্টে থাকার জন্য বলা হয়েছে।
স্পিকারকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, বেগম মাহজাবিন খালেদ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।