আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গুলিস্তানে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন সেই ১৯০ জন

গুলিস্তানে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন সেই ১৯০ জন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


22কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে শুক্রবার দুপুরে ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া ১৯০ জনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার দুপুরে মহানগর হাকিম মারুফ হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- গুলিস্তান ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতি আলহাজ হুমায়ুন কবির মোল্লা, সহ-সভাপতি শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নান্নু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে গুলিস্তান এলাকায় ট্রেড সেন্টারের সামনের ফুটপাতের ব্যবসায়ীদের দোকান বসাতে বাধা দিলে দোকান মালিক কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি ভয়াবহ হতে থাকে। এক সময় ব্যবসায়ীরা পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ ১৯০ জনকে গ্রেফতার করে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেটও নিক্ষেপ করতে হয়। সংঘর্ষের কারণে গুলিস্তান ও আশেপাশের এলাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।