আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মন্ত্রীদের অনুদান সহায়তার ক্ষমতা বাড়লো

মন্ত্রীদের অনুদান সহায়তার ক্ষমতা বাড়লো


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৪:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


GOVকাগজ অনলাইন প্রতিবেদক: সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের স্বেচ্ছাধীন মঞ্জুরি থেকে প্রদত্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।

মন্ত্রীদের স্বেচ্ছাধীন মঞ্জুরি থেকে কোনো একটি ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা এবং উপমন্ত্রীদের ক্ষেত্রে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

রোববার (১২ জুন) অর্থের পরিমাণ বাড়িয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, আগে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের স্বেচ্ছাধীন মঞ্জুরির পরিমাণ যা ছিলো, তা সময়ের তুলনায় অপ্রতুল। কোনো একটি ক্ষেত্রে তারা আগে যে সহায়তা করতে পারতেন এখন তা বাড়লো।

‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনেরেশন অ্যান্ড প্রিভিলেজার্স) অ্যাক্ট, ১৯৭৩’ এর ১৬ ধারার ২ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৯৮৮ সালের ২১ মে এবং ২০০৭ সালের ২৮ মে দেওয়া স্মারক সংশোধন করে অর্থের পরিমাণ বাড়িয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ০১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।