‘মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারে কর্মসূচি’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইলন প্রতিবেদক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত ‘মসলিন’ কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারে সরকার একটি বাস্তবমুখি কর্মসূচি হাতে নিচ্ছে। বাংলাদেশ তাঁত বোর্ড এই কর্মসূচির মাধ্যমে তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাঁতীদের আয় বাড়বে।
প্রতিমন্ত্রী রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারে করণীয়- শীর্ষক এক সভায় এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, আমরা দ্রুত একটা কর্মসূচি চালু করতে যাচ্ছি। উক্ত কর্মসূচির মাধ্যমে বিশ্ববিখ্যাত মসলিন কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার করবো।
এ সময় দরিদ্র প্রান্তিক তাঁতীদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বাড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা করছে বলেও মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, তাঁতী সমাজকে পুনর্বাসন করে তাদের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রেজাউল কাদের, আবু ছাইদ শেখ প্রমুখ।
সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন প্রায় ৩৭১ জন তাঁতীর মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৩ সালের তথ্য অনুযায়ী, এ শিল্পে নিয়োজিত জনবলের সংখ্যা ১৫ লাখের অধিক। তাঁত শিল্পে বছরে ৬৮ কোটি ৭০ লাখ মিটার কাপড় উৎপাদিত হয়, যা দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ ভাগ পূরণ করে থাকে।