ঈদে লঞ্চের অগ্রিম টিকেটের সিদ্ধান্ত চলতি সপ্তাহে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৫:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম আগেভাগেই শুরু হবে বলে জানা গেছে।
চলতি সপ্তাহে ঢাকায় লঞ্চ মালিকদের বৈঠকে বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, গতবছর ১১ রমজান থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। এবারও আগেই অগ্রিম টিকিট বুকিং দেয়া হবে।
তিনি বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ঢাকায় লঞ্চ মালিকদের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
লঞ্চ মালিকদের এই নেতা বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য আগেবাগেই অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে মালিকরা একমত। এ বছরে ১৩ থেকে ১৪ রমজানে কেবিনের বুকিং স্লিপ জমা নেয়া শুরু হতে পারে। আর ১৮ থেকে ২০ রমজান যাত্রীরা কেবিনের আগাম টিকিট হাতে পেতে পারেন।
সাইদুর রহমান রিন্টু জানান, এবার ঈদে ঢাকা-বরিশাল রুটে দুটি ডে-সার্ভিসসহ মোট ১৮টি লঞ্চ ও পাঁচটি স্টিমার চলার কথা রয়েছে।
এদিকে বরিশাল বিআইডব্লিউটিসির সহমহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানিয়েছেন, স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ ঈদের এক সপ্তাহ আগে শুরু হতে পারে।