Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩২৪ - Diner Sheshey সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩২৪ - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩২৪

সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩২৪


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৭:১৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


arrestedকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ৫ হাজার ৩২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের অধিকাংশই পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা, মাদক এবং অস্ত্র মামলার আসামি। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৮৫ জন সদস্যকেও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোবাবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ৪৭ জন জেএমবি, ১ জন এবিটি (আনসার উল্লাহ বাংলা টিম) জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকা রেঞ্জের টাঙ্গাইলে ১, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলায় ২, জামালপুরে ১, শেরপুরে ১, রাজশাহী রেঞ্জের রাজশাহীতে ৩, চাঁপাইনবাবগঞ্জে ৪, নওগাঁয় ৬, পাবনায় ১, সিরাজগঞ্জে ১, বগুড়ায় ৫, জয়পুরহাটে ৬, খুলনায় ১, নড়াইলে ১, সাতক্ষীরায় ২, রংপুরে ১, গাইবান্ধায় ১, নীলফামারীতে ১, দিনাজপুরে ১, ঠাকুরগাঁওয়ে ১, পঞ্চগড়ে ২, বরিশাল রেঞ্জের বরগুনায় ১, সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় ১, চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলায় ১ জেএমবি সদস্যসহ বাকিদের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, অস্ত্র, মাদক ও অন্যান্য মামলায় মোট ২ হাজার ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত ১ হাজার ৪৯৬ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৪১ এবং মাদক উদ্ধার মামলায় ৩৯১ জন এবং অন্যান্য মামলায় ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল পর্যন্ত ৩৭ জঙ্গিসহ ৩ হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সব আসামিকে নিজ নিজ জেলার আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130