আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ডিএমপির ২৩ কর্মকর্তা পদে রদবদল

ডিএমপির ২৩ কর্মকর্তা পদে রদবদল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৮:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


dmpকাগজ অনলাইন প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে ২৩ কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে। রোববার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশে বলা হয়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোঃ শরিফুল আলমকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে, ইন্টেলিজেন্স অ্যন্ড অ্যানালাইসিস ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার নাজমুস সাকিব খানকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেব, সহকারী পুলিশ কমিশনার এএসএম মুক্তারুজ্জামানকে প্রশাসন-তেজগাঁও বিভগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, সহকারী পুলিশ কমিশনার মোঃ তরিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, তাপস কুমার পালকে পেট্রোল-ডেমরার সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মোহাম্মদ আলাউদ্দিনকে পেট্রোল-লালবাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মোঃ মিজানুর রহমানকে প্রশাসন-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, ইয়াসমিন সাইকা পাশাকে প্রশাসন-ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মোঃ সিদ্দিকুর রহমানকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, আহসানুজ্জামানকে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার, মোঃ আজহারুল ইসলাম মুকুলকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, সৈয়দ মামুন মোস্তফাকে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার, শামসুল আরেফিনকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মোঃ আহসান খানকে পেট্রোল-ধানমন্ডি সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মোঃ শাহিদুর রহমানকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, ইফতেখায়রুল ইসলামকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, মোঃ জামিনুর রহমান খানকে পেট্রোল-পল্লবীর সহকারী পুলিশ কমিশনার, মোঃ খোদাদাদ হোসেনকে পেট্রোল খিলগাঁও এর সহকারী পুলিশ কমিশনার, মোঃ শাহাদত হোসেন সুমাকে গোয়েন্দা-পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার, মোঃ আনিচউদ্দিনকে ট্রাফিক নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার, আতিকুল ইসলামকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রটেকশনের সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।