১৫ টাকার পানি ২৫ টাকা, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে পানির দাম বেশি রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুন) দুপুরে র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আলমের নেতৃত্বে রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা আসাবিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানা শেষে ফিরোজ আলম জানান, ফ্রেস কোম্পানির ৫০০ মিঃলিঃ পানির বোতল ১৫ টাকার পরিবর্তে ২৫ টাকা, মাম কোম্পানির ৫০০ মিঃলিঃ পানির বোতল ১৫ টাকার স্থলে ২২ টাকায় বিক্রির অপরাধে ‘রি-ইট ধাবা’কে ৩০ হাজার টাকা, ‘ঝড় ৩০০ ফিট’কে ১০ হাজার টাকা, ‘ক্যাফে’কে ১০ হাজার টাকা, ‘শর্মা ক্লাব’কে ১০ হাজার টাকা এবং ‘পিজার ক্যাফে’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ভ্রাম্যমাণ আদালত বিক্রেতার নাম, ঠিকানা, রশিদ এবং চালান সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ‘মেহেদী মার্ট’কে ১ লাখ টাকাসহ সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।