বাগীশিক উপদেষ্টা প্রদীপ দাশ আর নেই
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) মহানগর সংসদের উপদেষ্টা, দি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রদীপ দাশ (৬৮) শনিবার (১১ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।
তিনি গত ৪ জুন কলকাতায় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। চট্টগ্রামে আসার পর তার মরদেহ ১৪ জুন (মঙ্গলবার) সকাল আটটায় নগরীর জেএম সেন হলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর রতনপুর গ্রামে পারিবারিক শ্মশানে দাহ কার্য সম্পন্ন করা হবে।
প্রদীপ দাশের মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর নীলু নাগ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, প্রবর্ত্তক সংঘের সভাপতি সুভাষ চন্দ্র লালা, সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি বিদ্যালাল শীল, সাধারণ সম্পাদক রত্নাঙ্কর দাশ টুনু, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, মহানগর সংসদের সভাপতি সুকুমার দাশ, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, যুগ্ম সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ মহানগর শাখার সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী শাওন, দি চিটাগাং ট্রাস্ট-বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।