আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শ্যামপুর ঝুট গোডাউনে আগুন, ৫০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

শ্যামপুর ঝুট গোডাউনে আগুন, ৫০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


1 - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর ৫টি ইউনিট টানা ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (১৩ জুন) বেলা ১টা ৭ মিনিটে কদমতলী থানা এলাকার শ্যামপুর লাল মসজিদের পাশের একটি ঝুট গোডাউনের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিউর রহমান।

তিনি জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দপ্তর থেকে দমকলের ৫ ইউনিট ঘটনাস্থলে যায়। পরে টানা ৫০ মিনিট চেষ্টার পর বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রথমিকভাব ধারণা হচ্ছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।