Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
পঞ্চগড়ে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ডাদেশ - Diner Sheshey পঞ্চগড়ে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ডাদেশ - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পঞ্চগড়ে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

পঞ্চগড়ে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ডাদেশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


downlপঞ্চগড়: পঞ্চগড়ে স্ত্রী সোনালী রানী শম্পাকে (২৪) হত্যার দায়ে স্বামী নিমাই চন্দ্র বর্ম্মনকে (৩১) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের করুনা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী শম্পার সঙ্গে ২০০৮ সালের ১৩ আগস্ট আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে শম্পাকে নির্যাতন করে আসছিলেন বর্ম্মন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১২ নভেম্বর তাকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশের গলায় রশি পেঁচিয়ে একটি আম গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর শম্পার বাবা করুনা কান্ত রায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী-শ্বশুর-শ্বাশুড়িসহ ছয়জনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ কুমার রায়  ২০১৩ সালের ২৫ মার্চ নিমাই চন্দ্র রায়সহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জনের সাক্ষ্যগ্রহণ করে।
রাষ্ট্রপক্ষে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা ও অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা মামলাটি পরিচালনা করেন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130