আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rumaবান্দরবান: কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের রুমা উপজেলায় একটি ব্রিজ দেবে ধসে পড়ায় বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (১৩ জুন) উপজেলা সদরের কাছে কৈক্ষ্যং ঝিড়ি এলাকার কাঠের ব্রিজটি ধসে যায়। এতে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মানুষজন।

স্থানীয়রা জানান, গত ৪ দিনের টানা ভারী বর্ষণের কারণে মাটি নরম হয়ে দুপুরে ব্রিজটি দেবে যায়। এছাড়া রুমা বাজারের কাছে কফি হাউস এলাকাসহ অভ্যন্তরীণ কয়েকটি সড়কের ওপর পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বান্দরবান-রুমা রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক জাকির হোসেন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রবল বর্ষণের সময় কৈক্ষ্যং ঝিড়ির কাছে পানির স্রোতে নড়বড়ে কাঠের ব্রিজ দেবে ধসে পড়ে। এতে ওই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশীষ মুখার্জি জানান, ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধের খবর শুনেছেন। তবে ওই সড়কটি সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৯ ইসিবির আওতাধীন।