ডিগ্রি (পাস) পাসের হার ৮৬.৭৬
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৫:৫০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে গড় উত্তীর্ণের হার ৮৬.৭৬ ভাগ।
সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল রোববার বিকেল ৫টায় প্রকাশিত হয়েছে। সারাদেশের ১৭৩৩ কলেজের মোট ৬৮৩ কেন্দ্রে ২,১৪,০৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৮৫,৭২৯ জন উত্তীর্ণ হয়েছেন। এতে গড় উত্তীর্ণের হার ৮৬.৭৬।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে ।
প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।