আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ডেসটিনির স্বপনের বিরুদ্ধে মামলা করবে দুদক

ডেসটিনির স্বপনের বিরুদ্ধে মামলা করবে দুদক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


21কাগজ অনলাইন প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জুন) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, দুদকের সহকারী পরিচালক মোজাম্মেল হোসেন শিগগির স্বপনের বিরুদ্ধে মামলাটি দায়ের করবেন।

স্বপন ডেসটিনি গ্রুপের দুর্নীতি মামলার পলাতক আসামি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ২৮ আগস্টে মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে সম্পদের বিবরণীর চেয়ে নোটিশ পাঠায় দুদক।

এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও কমিশনে কোনো সম্পদ বিবরণী জমা দেননি তিনি।

দুদক সূত্র জানায়, স্বপনের (বাড়ি নং-২/বি, রোড নং-১১, নিকুঞ্জ-২, খিলক্ষেত) ঠিকানায় সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়।

নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু আজও বিবরণী জমা না দেওয়ায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬ (২) ধারায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

প্রাথমিক অনুসন্ধানে ডেসটিনির এ কর্মকর্তা জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।