আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


27কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর তুরাগে ভুল চিকিৎসায় বিউটি আক্তার (৩৩) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুন) দুপুরে ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

মৃত বিউটির ভাই শাহ আলম জানান, রোববার সকালে প্রসব ব্যথাসহ বিউটিকে ইস্টওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। একদিন পরে ডা. নাজনিন মুন্নির তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। কর্তব্যরত নার্সরা বার বার কাপড় দিয়ে রক্ত মুছে ফেলেও বিষয়টি আমাদের কাউকে বুঝতে দেয়নি।

এদিকে বিউটি স্বামী মো. আমানুল্লাহ বলেন, ‘রোগীর মৃত্যুর আধাঘণ্টা আগে নার্স জানায়, এক্ষুণি আট ব্যাগ রক্ত লাগবে। তা না হলে রোগীকে বাঁচানো যাবে না।’

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, প্রসূতির মৃত্যুর পর পরিবারকে না জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর আমরা জানতে পারি বিউটি মারা গেছে। তাদের ভুল চিকিৎসায় বিউটির মৃত্যু হয়েছে। যেকারণে তারা আগেই পুলিশ এনেছে। এ মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী।

এদিকে হাসপাতালের পরিচালক উলফাত জাহান মুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগী হাসপাতালে আসবে মারা যাবে এটাই স্বাভাবিক। আমি নামাজে আছি।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, ঘটনা জানতে পেরে ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। রোগির স্বজনরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। নিহত বিউটির আরো দুটি সন্তান আছে।