ঈদের আগে মৌচাক সড়ক চলাচল উপযোগী করার নির্দেশ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর মৌচাক সড়ক ঈদের আগেই মেরামত করে চলাচলের উপযোগী করতে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার বিকেলে রাজধানীর মৌচাকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আমরা ভোগান্তি থেকে উত্তরণের চেষ্টা করছি। কিন্তু সত্যি হলো- সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারছি না। এখানে অনেক ধরনের কাজ করতে হয়। ফলে রাস্তা খোঁড়াখুড়ি প্রয়োজন পড়ে। এ ছাড়া বৃষ্টি হওয়ায় এখানে রাস্তা ঠিক রাখা খুব কঠিন। তবে আমরা সড়কটি মোটামুটি চলাচলের উপযোগী করে দেব।’
পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না তা জানতে আগামী সপ্তাহে আবারো পরিদর্শনে আসবেন বলে সাংবাদিকদের জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে কয়েকটি খাবার দোকান ঘুরে দেখেন সাঈদ খোকন। এসব দোকানে কোনো ভেজাল পাওয়া যায়নি বলেও সাংবাদিকদের জানান তিনি।
এ সময় তিনি বলেন, ইফতার ও খাদ্যে ভেজালকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান নিয়মিত চলায় ভেজালকারীরা সতর্ক হচ্ছে। এ ছাড়া মানুষও আগের চেয়ে সচেতন। ফলে খাদ্যে ভেজাল আগের চেয়ে কমেছে।
খাদ্যে ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি দল বাজারগুলো নিয়মিত তদারক করছে বলে জানান তিনি।
গুলিস্তানের সড়ক ও ফুটপাতে আবার হকার বসেছে, সাংবাদিকদের এমন তথ্যের জবাবে সাঈদ খোকন জানান, মানুষের হাঁটার জায়গা ছেড়ে ফুটপাতে বসতে হকারদের বলা হয়েছে। এখানে অনেক মানুষের রুটি-রুজির ব্যাপার আছে।
ঈদের পরে হকারদের পুনর্বাসন করে ফুটপাত পুরো দখলমুক্ত করা হবে বলে জানান তিনি