মুক্তাগাছা থেকে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে গরিবুল্লাহ আকন্দ (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত গরিবুল্লাহ এক সময় বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। এলাকায় তিনি গরিবুল্লাহ মুন্সি নামে পরিচিত। মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার দুল্লা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম। তিনি জানান, গরিবুল্লাহ’র নামে থানায় চারটি মামলা রয়েছে। তিনি বাংলা ভাইয়ের ট্রেনিং সেন্টারে কাজ করতেন।