আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাভারে অস্ত্রসহ আটক ৩

সাভারে অস্ত্রসহ আটক ৩


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


images444কাগজ অনলাইন ডেস্ক: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে অস্ত্রসহ নান্নু (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া দু’টি অটোরিকশাসহ সাজু মিয়া (৩৯) ও চাঁন মিয়া (৪৫) নামে অপর দু’জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) সকালে ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচড় এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ জানায়, হেমায়েতপুর যাদুরচড় এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী নান্নুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় হয়েছে।

অপরদিকে, চুরি যাওয়া দু’টি অটোরিকশাসহ সাজু মিয়া ও চাঁন মিয়া নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আটক তিনজনকে সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। থানায় মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হবে।