দুই মিনিটের টর্নেডোয় দুই গ্রামে ব্যাপক ক্ষতি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটায় দুই মিনিটের টর্নেডোয় ব্যাপক ক্ষতি হয়েছে গেছে ২টি গ্রাম। পাথরঘাটা সদর ও কালমেঘা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৩টি বসতঘর উড়িয়ে নিয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা ও কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের নুরজাহান কেজি প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ইব্রাহীম মিয়া জানান, সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শিক্ষার্থীরা স্কুলের মধ্যে বসে লেখাপড়া করছিল। এ সময় হঠাৎ করে টর্নেডো শুরু হয়। দুই মিনিটের মধ্যে তাদের স্কুল ভবন ও পাশে থাকা মসজিদসহ কয়েকটি বসতবাড়ি ঘর উড়িয়ে নিয়ে যায়। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
পাথরঘাটা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি মসজিদসহ কমপক্ষে ১০টি ঘরের ক্ষতি হয়েছে। এসব ক্ষতিপূরণে তালিকা তৈরির কাজ চলছে।