নদীতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
গাইবান্ধা: গাইবান্ধার মোল্লারচর ইউনিয়নের কাউয়াবাদার চর এলাকায় যমুনা নদীতে নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।
ডাকাতরা যাত্রী সহ মাঝিকে মারপিট করে নগদ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এ ডাকাতির ঘটনা ঘটে।
বালাসীঘাটের ইজারাদার আসাদুজ্জামান হাসু জানান, মাঝি মোরশেদ মিয়া তার যাত্রীবাহী নৌকা নিয়ে মোল্লারচর থেকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে যাচ্ছিলেন। নৌকাটি ব্রহ্মপুত্র নদীর কাউয়াবাদা এলাকায় এলে ডাকাতরা নৌকার পথ রোধ করে। এরপর তারা নৌকার যাত্রীদের বেধড়ক মারপিট করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত নগদ ৮ লাখ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের মারপিটে নৌকার মালিক মোরশেদ মিয়া, গরু ব্যাপারী ফজল উদ্দিন সহ ৪ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকা চালক সমিতির সভাপতি লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে রাজিবপুর বালাসীঘাট নৌরুট, দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা এবং ফুলছড়ি নৌরুটে গত কয়েকদিনে অন্তত ৫ টি ডাকাতি হয়েছে। ডাকাতির পর যাত্রীরা কোনোমতে তীরে এসে বাড়ি চলে যায়। যেকারণে ডাকাতির মামলা হয় না থানায়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, চরে ডাকাতির কথা শুনেছি। কিন্তু কেউ থানায় এখনও কোনো অভিযোগ করেনি।