ঈদের বোনাস নতুন বেতন কাঠামোয়
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৯:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা আসন্ন ঈদুল ফিতরের বোনাস নতুন বেতন কাঠামোয় পাচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত একটি সরকারি আদেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষর করেছেন।
আগামীকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
অর্খমন্ত্রী আজ রাতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে এই আদেশে স্বাক্ষর দেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।