সড়কের সার্বিক উন্নয়নে জোর দিলেন ওরায়দুল কাদের
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সাভার: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের তেঁতুলঝরা ইউনিয়নে হেমায়েতপুরের বিভিন্ন সড়ক পর্যবেক্ষণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওরায়দুল কাদের সংশ্লিষ্টদের বলেছেন, সড়কের সার্বিক উন্নয়নে জোর দেওয়ার কথা।
বুধবার (১৫ জুন) সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে দেখেন মন্ত্রী। তিনি খোঁজ-খবর নেন এই সড়ক ব্যবহার করে যেন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি না হয়।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুল রহমান এনাম ও তেঁতুলঝরার চেয়ারম্যান ফকরুল আলম সমর।
ওরায়দুল কাদের আরও জানান, সড়ক সংস্কার, হকারমুক্ত রাস্তা, ড্রেন নিমার্ণসহ উন্নয়নের নানা পদক্ষেপের কথা। অটোরিকশা বন্ধ ও রাস্তায় যানযট নিরসনের জন্য হকারদের উচ্ছেদ ও পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন।
বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি নিরসরে সংশ্লিষ্টরা যথেষ্ট ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।