আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঢাকাই অ্যালবামে পাপন

ঢাকাই অ্যালবামে পাপন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৫:০৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


untitled-25_195169কাগজ অনলাইন ডেস্ক: ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাপন বেশ কবার বাংলাদেশে পারফর্ম করেছেন। এদেশে তার ভক্তের সংখ্যাও প্রচুর। ভক্তদের কথা মাথায় রেখেই বাংলাদেশ থেকে নতুন একটি অ্যালবামে গাইছেন তিনি।

ঈগল মিউজিকের ব্যানারে একটি মিশ্র অ্যালবামে থাকবে তার গান। তার গানটির সুর করেছেন অদিত। এবারই বাংলাদেশী কোন সুরকারের সুরে গান করলেন পাপন। মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শেষ ভক্তদের জন্য একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন পাপন।

বার্তায় জানিয়েছেন, ‘আমি বাংলাদেশে যেতে ভালোবাসি। বাংলাদেশের গান পছন্দ করি। আমি মনে করি, এটা কেবল সূচনা। অদিতকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। অনেক সুন্দর একটি গান গেয়েছি।’

জানা গেছে, অ্যালবামে পাপনের পাশাপাশি শুভমিতা আর তাহসানের গাওয়া গানও থাকছে।