একমাস আগেই ছাড়ালো রাজস্ব লক্ষ্যমাত্রা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ১০:১১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কাগজ অনলাইন ডেস্ক: চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। অর্থবছর শেষ হওয়ার মাত্র একমাস আগেই অতিরিক্ত তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সূত্র এ তথ্য জানায়।
৩ জুন অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১০ হাজার কোটি টাকা আদায় হবে। অর্থবছর শেষে এনবিআর চলমান অর্থবছরে তৎপরতা দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা আদায় করতে সক্ষম হবে। ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি হলেও সম্প্রতি সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।
সংশোধিত লক্ষ্যমাত্রা ভ্যাট খাতে ৫৪ হাজার ৬৪ কোটি, আয়করে ৫৩ হাজার ৪৩৬ কোটি ও শুল্ক খাতে ৪২ হাজার ৫শ কোটি টাকা। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে তিন অর্থবছর পর রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করে এনবিআর।
সূত্র জানায়, জুলাই-মে ভ্যাট খাতে ৪৪ হাজার ৬২৫ কোটি ৮৪ লাখ, আয়করে ৩৮ হাজার ৬৩২ কোটি ৩০ লাখ ও শুল্কে ৩৬ হাজার ৮০ কোটি ১০ লাখ টাকা। এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ১৪ দশমিক ২৬ শতাংশ হয়। এর আগে কোনো মাসে প্রবৃদ্ধি এতো বেশি হয়নি। এপ্রিলে রাজস্ব আদায় হয় ১৩ হাজার ৯০৫ কোটি ৭৬ লাখ টাকা।
‘রাজস্ব লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয়, অর্থবছর শেষে অনেক বেশি সারপ্লাস’ থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন ১ লাখ ৬০ হাজার কোটি টাকা হবে অর্থাৎ, অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা আদায় হবে, তা হবেই।